আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হিন্দু-শিখ মন্দিরে পরপর তিনটি বিস্ফোরণে কমপক্ষে দু’জন নাগরিক নিহত এবং নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট ৪-এর কার্ট-ই-পারওয়ান পাড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী সিনহুয়াকে বলেন, ‘আমরা স্থানীয় সময় সকাল ৬টার দিকে কার্ট-ই-পারওয়ান পাড়ার একটি মন্দিরের গেটে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছি। প্রথমবার বিস্ফোরণের পর মন্দিরের ভেতরে আরো দুটি বিস্ফোরণ ঘটে।’
তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থার জন্য এলাকাটি ঘেরাও করে রেখেছে এবং নিরাপত্তা কর্মীরা বেশ কয়েকটি সতর্কীকরণ গুলিও ছুঁড়েছে।
এছাড়া দেশটির একটি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, প্রথম বিস্ফোরণে দুই বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।
সূত্রটি জানায়, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যায় বন্দুকধারীরা বিল্ডিংয়ে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরার চেষ্টা করে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় তিন নিরাপত্তা বাহিনী আহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর দেয়াল দিয়ে ঘেরা দোতলা ভবন থেকে ধোঁয়া উঠছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটির সরকার।
২০২০ সালের মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে একটি হিন্দু-শিখ মন্দিরে হামলা হলে কমপক্ষে ১২ জন নিহত হন।
সম্প্রতি যুদ্ধ-বিধ্বস্ত দেশটি তালেবান-নেতৃত্বাধীন সরকারের বিরোধিতাকারী ইসলামিক স্টেটের (আইএস) একাধিক সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।
শুক্রবারও দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি স্থানীয় মসজিদে বিস্ফোরণে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।