মিডিয়া ডেস্ক : নাইজেরিয়ায় রোববার একটি ক্যাথলিক চার্চে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
আইনপ্রণেতা ওগুনমোলাসুরি ওলুবলে বলেন, হামলাকারীরা ওনডো রাজ্যের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চকে টার্গেট করেছিল। ওই সময় লোকজন সবেমাত্র চার্চের নির্ধারিত প্রার্থনায় যোগ দিতে যাচ্ছিলেন।
হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো গ্রুপ এখন পর্যন্ত হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, অন্তত ২০ জন নিহত হয়েছে। ওই এলাকা অতিক্রমের সময় তিনি বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন।
সূত্র : আলজাজিরা