শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

নাসিরুল ইসলাম / ১০৫ পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘাতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করলে এ সংঘাতের অভিযোগ করে ছাত্রদল। এ সময় উভয়পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। তাদের সেই মিছিল কিছু দূর এগোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

ছাত্রদলের কর্মীদের দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ।

আতঙ্কিত একজন সাধারণ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন ধরেই জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বাহিনী ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে আসছে। গতদিন তারা দেশি অস্ত্র ব্যবহার করলেও আজকে পিস্তল-গুলি সবই ব্যবহার করেছে। তারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ রকম চলতে থাকলে আগামীতে সব ছাত্র সংগঠন মিলিত হয়ে তাদের প্রতিহত করা হবে। তিনি জানান, ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ