আওয়ার মিডিয়া : ১৪৪৩ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে বোর্ড। কেন্দ্রীয় বোর্ডটি তাদের ভেরিফাই ফেইসবুক পেইজের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়,
“আগামীকাল, ১৯ মে ২০২২ ঈসাব্দ, বৃহস্পতিবার দুপুর ১২ টায় ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির এক যৌথসভা আহ্বান করা হয়েছে। সভায় দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হবে। স্থায়ী কমিটির অনুমোদন সাপেক্ষে আগামীকাল বাদ জোহর এ বছরের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে, ইন শা-আল্লাহ।”
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু. অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ