কওমি মাদরাসাগুলোতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বেশির ভাগ সময় বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের বড় মাদ্রাসাগুলোতে ফরম বিতরণের স্থান ও পরীক্ষার নির্ধারিত স্থান খুঁজে পেতে দুর্ভোগ পোহাতে হয় অনেক ক্ষেত্রে। সে বিষয়টা মাথায় রেখে কওমি মাদরাসায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য বিগত বছরের মতো এবারও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে গঠিত হয়েছে ‘ভর্তি সহায়তা ডেস্ক।’
করোনার কারণে বিগত দু’বছর মাদ্রাসাগুলো বিভিন্ন পলিসিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করলেও এবার গতানুগতিক নিয়মেই শুরু হয় ভর্তি কার্যক্রম।
তাই সাধারণ শিক্ষার্থীদের বিড়ম্বনা এড়াতে ‘কওমি মাদরাসা ভর্তি সহায়তা ডেস্ক’ নিয়ে এগিয়ে আসে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
যা প্রশংসিত হয় নানান জনের কাছে। নোয়াখালী থেকে ঢাকায় ভর্তি হতে আসা এক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বলেন- ‘আমি আসলে ঢাকায় একেবারে নতুন এসছি, মাদরাসাগুলো চিনি না, সে ক্ষেত্রে ছাত্র আন্দোলনের ভাইয়েরা আন্তরিকতার সাথে আমাকে হেল্প করেছেন। আমি তাদের কৃতজ্ঞতা আদায় করছি!’
এমনই অনুভূতি দেশের নানান প্রান্ত থেকে ঢাকায় পড়তে আসা নতুন শিক্ষার্থীদের।
কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের কওমি মাদরাসা সম্পাদক, ভর্তি সহায়তা ডেস্কের সমন্বক সাঈদ আবরার বলেন- ‘আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আঞ্জাম দিতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আপনি জেনে থাকবেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিধারার শিক্ষার্থীদের পাশে সব সময় ছিল। তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনেও কওমিধারাসহ সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো।
তিনি আরো বলেন-দেশের ঐতিহ্যবাহী মাদরাসা ক্যাম্পাসগুলো সহ সারা দেশে আমাদের নেতৃবৃন্দ এ কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে দিনে-রাত্রিতে আমাদের টিম সক্রিয় ছিল। ফজরের পর থেকেই ফোন আসা শুরু হতো, আমাদের সদস্যরা একটুও বিরক্ত না হয়ে আন্তরিকতার সাথে হেল্প করতেন।
আলহামদুলিল্লাহ