ঈদ এসেছে ঈদ এসেছে
যাচ্ছি আমি বাড়ি
শহর ছেড়ে গ্রামের টানে
চলছে আমার গাড়ি।
ঈদ এসেছে ঈদ এসেছে
আনন্দদের ঢেউ
কৃষক মজুর খামার কুমার
বাদ পড়েনি কেউ।
ঈদ এসেছে ঈদ এসেছে
খুশির জোয়ার বইছে
সাদাকালোর নেই ভেদাভেদ
শপথ মুখে লইছে।
সবাই মিলে শান্তি সুখে
ভালোবাসায় ফুটবো
এই জোয়ারে গরিব-দুঃখীর
দুঃখগুলো টুটবো।