টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে একই বিভাগে ভর্তি হয়েছেন মেধাবী যমজ দুই বোন। টাঙ্গাইল সদর উপজেলার আকুরটাকুর পাড়ায় বেড়ে ওঠা যমজ দুই বোন ইসরাত জাহান ও নুসরাত জাহান অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছেন।
বাবা এনামুল হক তালুকদার একজন ঠিকাদার, মা আফরিনা গৃহিণী। ২০০২ সালের ২১ জুলাই তাদের ঘরে জন্ম নেয় যমজ সন্তান।
স্কুলজীবনে দুই বোনই টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবারের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়ে ৪৩ ও ৪২.৫ পেয়ে তারা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। চেহারা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ফলাফলেও এত মিলের কারণে তাদের দুই বোন সবার নজর কেড়েছেন।