করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছে সরকার। সেক্ষেত্রে সবার আগে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে জানানো হয়। আর সে সময়টা হতে পারে আগামী মাসের শেষে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও সোমবার বলেছেন, পরিকল্পনা অনুযায়ী প্রথমে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সে হিসেব আগামী ১৫-২০ দিনের মধ্যে টিকা দেয়া শেষ হবে। যদি তাই হয়, তাহলে সেপ্টেম্বরের শেষে বিশ্ববিদ্যালয় খোলা হতে পরে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরও বলছেন, টিকা দেওয়া শেষ হলে সেপ্টেম্বরের শেষে বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা বেশি।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলো খোলার পর্যায়ে রয়েছি। সরকার শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে খুবই তৎপর। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।