আব্দুস সামাদ আজিজ
“কৃষ্ণচূড়া ফুলে বেলাব হবে লালে লাল” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবান্ধব বেলাব গড়ার লক্ষ্যে নরসিংদীর বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের জনপ্রিয় অনলাইন গ্রুপ ‘চলো গড়ি বেলাব’র এডমিন প্যানেল উপজেলাব্যাপী কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। মহৎ এই উদ্যোগটি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, রাস্তা-ঘাট, বেলাব উপজেলার প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হচ্ছে কৃষ্ণচূড়া গাছের চারা। এরি ধারাবাহিকতায় আজ গাছের চারা লাগানো হয়েছে বাজনাব সৈয়দপাড়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গনে। এতে অংশগ্রহণ করেছেন বাজনাব সৈয়দপাড়া গ্রামের এনামুল হক কানন, সৈয়দ আফজাল হোসেন, গ্রুপ মডারেটর রশিদ খন্দকার, প্রগতি শুভসংঘের সাধারণ সম্পাদক সাঈদ আবরার, সাহিত্য সম্পাদক আব্দুস সামাদ আজিজ, সৈয়দ রাহাত, তানিম, সাইম, আরমান, ওয়াকিল, সম্রাটসহ আরও অনেকে।
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের প্রশংসা এখন সবার মুখে মুখে। উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ‘চলো গড়ি বেলাব’র বাজনাব ইউনিয়নের মডারেটর রশিদ খন্দকার বলেন, সব গাছই পরিবেশের বন্ধু। আর সেই গাছ যদি হয় কৃষ্ণচূড়া তাহলে তো পরিবেশটা হয়ে উঠে আরও রঙিন। তাই বেলাব উপজেলাবাসিকে চমৎকার একটি পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের এডমিন প্যানেলের অন্যতম সদস্য মারুফ আলম, গাজী শাকের ইসলাম রাসেল, বাংলা টিভিসি ও এমডি রুবেল পারভেজ ভাই এই উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।