আওয়ার মিডিয়া : গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঢাকার বখশী বাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে দেশে প্রথম বারের মত প্রতিষ্ঠিত হলো “হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ”। সংগঠনের নতুন সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানটির প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ এবং বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর মহাসচিব অধ্যাপক হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী।
এসোসিয়েশনের সভাপতি ডাঃ এম.আর. আজাদ-এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর যুগ্ম-মহাসচিব এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রভাষক হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ।
হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী।
কাউন্সিল অধিবেশনে এসোসিয়েশনের উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে ডাঃ এম.আর. আজাদ এবং সাধারণ সম্পাদক পদে হাকীম রুহুল আমিন মিলনকে নির্বাচিত করা হয়।
নব-নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন – সহ-সভাপতি পদে – ডাঃ আবদুল জলিল, ডাঃ হাকীম কামরুজ্জামান, ডাঃ শাহেদ সাখাওয়াত, মোঃ মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক – হাকীম মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বায়েজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সুজন আহমেদ, অর্থ সম্পাদক ডাঃ মোঃ সাইফুল আলম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাকীম মোঃ নুরুজ্জামান বাবু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ হাকীম তানযীলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হাকীম আব্দুল্লাহ আল-নোমান, দপ্তর সম্পাদক ডাঃ নাসির উদ্দিন কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী বশির আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফায়জুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ ইফ্ফাত সাইফুল্লাহ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক হাকীম শফিকুল ইসলাম।