শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

পরিবেশ দিবসে প্রগতির বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

/ ৬৩২ পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নরসিংদী বেলাবো থানার বাজনাবোতে ইউনিয়নব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ পালন করে প্রগতি শুভ সংঘ বাজনাব। ১৯৭৪ সাল থেকেই বিশ্ব জুড়ে দিবসটি গুরুত্বের সাথে পালিত হচ্ছে পৃথিবীকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার প্রত্যয়ে।এরই ধারাবাহিকতায় এবারও “প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার”- শ্লোগানে দিবসটি পালিত হয়। যার অংশ হিসেবে “সবাই মিলে গাছ লাগাবো, সবুজ হবে প্রিয় বাজনাবো”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পুরো বাজনাবো ইউনিয়ন জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে প্রগতি।


এতে প্রগতির সভাপতি সৈয়দ আহসান উল্লাহ’র নেতৃত্বে উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুনিম হাসান রাফি,কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সজীব হুসাইন,মাদরাসা বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মহসিন, অর্থ সম্পাদক তানিম আহমেদ, দপ্তর সম্পাদক সৈয়দ বশিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান ওয়াকিল, তরিকুল ইসলাম বিজয়, সাদিকুর রহমান সায়েম,রিয়াদ, হিমেলসহ অন্যান্য সদস্যরা।

এছাড়াও তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি খুরশিদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় বেলাবো ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আজিজুল হাকিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সোহাগ সহ আরো ক’জন গণ্যমান্য ব্যক্তিত্ব। তাঁরা বাজনাবরের তরুণদের এই জাগরণে অনেক বেশি আনন্দ প্রকাশ করেছেন। এবং প্রগতির এই সুন্দরের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বার্তা প্রেরক
সৈয়দ মহসিন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
প্রগতি শুভসংঘ বাজনাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ