শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

১৮ দিনের রিমান্ড শেষে ফের কারাগারে মামুনুল হক

/ ৪২৭ পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে হেফাজত নেতা মামুনুল হককে।
নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে আজ শনিবার (৫ জুন) সকাল ১১টায় শুনানি শেষে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় মামুনুল হককে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটি করে জেলা পুলিশ, দুটি সিআইডি এবং একটি করে পিবিআই। পিবিআইয়ের করা মামলায় গত বুধবার সর্বশেষ মামুনুল হককে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১২ মে নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় মামুনুল হকের তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ এপ্রিল দ্বিতীয় স্ত্রী দাবি করা এক নারীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন মামুনুল হক। পরে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা রিসোটে হামলা-ভাঙচুর চালিয়ে মামুনুলককে ছিনিয়ে নিয়ে যান। গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ