আলী আল-কাহুম
মিডিয়া ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সংগঠনের পলিটব্যুরো সদস্য আলী আল-কাহুম সতর্ক করে দিয়ে বলেছেন, শুধুমাত্র তার দেশের ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। কাহুমের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিন এ খবর জানিয়েছে।
তিনি সোমবার এক বক্তব্যে বলেন, ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহারের কোনো বিকল্প নেই। আল-কাহুম আরো বলেন, মানবিক বিষয়ের সঙ্গে অন্য বিষয়গুলোকে গুলিয়ে ফেললে চলবে না।
জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিটসের সঙ্গে হুথি নেতা আব্দুলমালেক হুথির সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এই সাক্ষাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘের গৃহিত পদক্ষেপের সমালোচনা করেছেন আব্দুলমালেক হুথি।
তিনি গ্রিফিটসকে জানিয়ে দিয়েছেন, ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সাহায্য করার কাজ চালিয়ে যেতে হবে এবং এর সঙ্গে সামরিক বা রাজনৈতিক বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি আরবের আগ্রাসন চলছে। আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার মানুষ নিহত ও অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া, এ যুদ্ধে ইয়েমেনের অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।
সূত্র : পার্সটুডে