হেরাত প্রদেশে গাড়ি বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয়রা। ছবি: এপ
মিডিয়া ডেস্ক : আফগানিস্তানের পশ্চিম হেরাত প্রদেশের তালেবান নিয়ন্ত্রিত একটি কারাগার থেকে ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয় বলে এক বিবৃতিতে দেশটির স্পেশাল অপারেশন্স কর্পস জানিয়েছে। টোলোনিউজের বরাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিবৃতিতে বলা হয়, প্রদেশটির পশতুন জারঘন জেলার মারওয়া গ্রামে অভিযান চালানো হয়ে। অভিযানের সময় কারাগারের রক্ষী সাত তালেবান সদস্যা নিহত হয়। অভিযানের সময় অস্ত্রও জব্দ করা হয়েছে এবং তালেবানদের ছয়টি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।
এদিকে, রবিবার রাতে উত্তর বাগলানে অভিযান চালিয়ে তালেবান নিয়ন্ত্রিত দেশটির আটজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে মুক্ত করা হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, বাগলান-ই-জাদিদের আমারখিল গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস।