স্বজনপ্রীতির কবলে পড়েছে কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম বোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। ২০২০ সালে নির্বাচনের মাধ্যমে দাওয়াতুল হকের প্রতিষ্ঠাতা মুহিউস সুন্নাহ মাহমুদুল হাসান বেফাকের সভাপতি হন। তিনি নিরপেক্ষতার সঙ্গে কাজের মাধ্যমে বেফাকের হারানো গৌরব ফিরিয়ে আনবেন এই আশায় বুক বাঁধেন কওমি আলেমরা। তবে সভাপতি হওয়ার সাত মাসের মধ্যে তার কর্মকাণ্ডে হতাশ ও ক্ষুব্ধ আলেমরা।
সভাপতির ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং খাস কমিটির আলেমদের মতামতের তোয়াক্কা না করে তিনি তার জামাতা, বেয়াই এবং আপনজনকে অবৈধভাবে বেফাকের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পদে নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
সূত্র : —সমকাল