গতকাল নরসিংদীর বেলাবো থানাধীন বাজনাব ইউনিয়নের প্রতিশ্রুতিশীল তরুণদের সংগঠন প্রগতি শুভসংঘের উদ্যোগে মনোজ্ঞ ঈদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাঈদ আবরার ও সাহিত্য সম্পাদক আব্দুস সামাদ আজিজের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রগতি শুভসংঘের সভাপতি সৈয়দ আহসান উল্লাহ।
হামদ-নাত ও সঙ্গীত পরিবেশন শেষে প্রায় অর্ধশত তরুণের উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম ও আলোর মিছিলের সাবেক সাধারণ সম্পাদক মুফতি জহির বিন তাজুল ইসলাম ।
বক্তব্যে অতিথিরা বলেন, সর্বত্র যেখানে তারুণ্য মাদকাসক্ত সেখানে বাজনাব’র তরুণদের এই মাদকবিরোধী জাগরণ ও সুস্থ সংস্কৃতি চর্চা আশা জাগানিয়া। আর তোমরা তরুণরা জাগলেই বাঁচবে সমাজ, দেশ ও মানবতা।
বক্তব্য শেষে রমজান ব্যাপী অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিজয়ী ১৫ মেধাবীর হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন পর্যায়ক্রমে মুহাম্মদ হৃদয়, রাইসা আহাদ , সৈয়দ সাব্বির আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বেলাবো ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আজিজুল হাকিম ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির সদস্য মুহাম্মদ জীবন ,চলো গড়ি বেলাবো(অনলাইন গ্রুপ)এর মডারেটর খন্দকার রশিদ আহমদ, বাজনাব সৈয়দপাড়া তরুণ যুব সংঘের সভাপতি সৈয়দ সাগর হুসাইন, সূর্য তরুণ সংঘের মোহাম্মদ সিয়াম ও প্রগতি শুভসংঘের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে সাধারণ সম্পাদক সাঈদ আবরার বলেন, ঈদ উপলক্ষে সমাজে প্রচলিত অপসংস্কৃতি রোধ করতে সুন্দর সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তাই ইসলাম ও বাঙালিয়ানার আলোকে আমরা প্রতি ঈদেই বিভিন্ন আয়োজন করে আসছি। প্রগতি শুভসংঘ বিশ্বাস করে, সুস্থ তারুণ্যই উপহার দেবে সুস্থ-সুন্দর বাজনাব। আর সেটা তৈরি হবে সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে।
বার্তা প্রেরক
মুহাম্মদ মহসিন
প্রচার ও প্রকাশনা সম্পাদক
প্রগতির শুভসংঘ