মিডিয়া ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে চলমান উত্তেজনার মধ্যেই ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গতকাল (রোববার) মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান দুটি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ওই দুটি অবস্থান ধ্বংস হয় এবং আশপাশের সম্পদের ক্ষতি হয়েছে। তবে বিমান হামলায় কেউ হতাহত হয় নি।
এদিকে, ফিলিস্তিনের আল-ইয়াউম চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী সেনারা দেইর আল-বালাহ শহর লক্ষ্য করে কামান ও মর্টারের গোলাবর্ষণ করে। তবে এতেও কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজায় হামাসের একটি সামরিক পোস্টের ওপর তারা হামলা চালিয়েছে। গাজার দক্ষিণ এলাকা থেকে রকেট হামলার জবাবে ওই হামলা চালানো হয় বলে ইহুদিবাদী সেনারা দাবি করছে।
সূত্র : পার্সটুডে