মিডিয়া ডেস্ক : করোনা মহামারির কারণে সর্বাত্মক লকডাউন দিচ্ছে তুরস্ক। আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে এই লকডাউন কার্যকর হবে। জারি থাকবে আগামী ১৭ মে পর্যন্ত। করোনা ভাইরাসের তৃতীয় ঢেও সামাল দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুসলিমপ্রধান দেশটি।
এ ছাড়া লকডাউনের সময় দেশটিতে কোনো জনসমাবেশ কিংবা জনসমাগমের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে ১৫ দিন পরে ঈদুল ফিতরের উৎসব ও সামাজিক মেলামেশার একটা ঐতিহ্যগত অনুষ্ঠান রয়েছে তুরস্কে।
তুরস্কের জনসংখ্যা ৮ কোটি ৪০ লাখ। চলতি সপ্তাহে দেশটিতে করোনায় মারা গেছেন ৩৫০ জন। গত বছর দুই দফা সংক্রামণের তুলনায় এ বছর মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল বুধবার দেশটিতে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৪০ হাজার ৪৪৪ জনের। অবশ্য মাসের প্রথমদিকে তুলনায় এখনও সেটা কমই আছে। প্রথমদিকে সংক্রমণ ৬০ হাজারেরও বেশি ছিল। দেশটিতে শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা চল্লিশ লাখের ওপরে। এ পর্যন্ত মারা গেছেন ৩৯ হাজার ৩৯৮ জন।
গত সোমবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রেসিপ তাইয়িপ এরদোয়ান বলেন, আমাদের দ্রুত সংক্রমণের হার কমাতে হবে। দৈনিক সংক্রমণ পাঁচ হাজারের নিচে নিয়ে আসতে হবে। সবধরনের অগুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজকর্ম বন্ধ রাখতে হবে। বিভিন্ন অঞ্চলের মধ্যে অবাধ চলাচল বাতিল করতে হবে এবং সুপারমার্কেটগুলো রবিবারও বন্ধ থাকবে।
একটা সহনীয় পর্যায়ের সংক্রমণ নিয়ে তুরস্ক তাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। কিন্ত জানুয়ারির মাঝামাঝিতে তাদের পরিকল্পিত টিকাদান কর্মসূচিতে শিডিউল বজায় রাখতে না পারায় দেশটিতে নতুন করে সংক্রমণের আশঙ্কা থেকে এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্র: আনাদেলু এজেন্সি।