মিডিয়া ডেস্ক : ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরায়েল পুলিশ। সেখানে ইসরায়েলি পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে গতকাল রবিবার রাতে বিজয় উল্লাস করেছে ফিলিস্তিনিরা।
প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ঐতিহাসিক দামেস্ক গেট চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে আবারও সমবেত হওয়ার অনুমতি পেয়েছে ফিলিস্তিনিরা।
এবারের রমজানের শুরু থেকেই সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলিমরা। এ নিয়ে ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
ডয়চেভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর দামেস্ক গেটের সামনে রমজান পালন বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বছরও ওই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখে ইসরায়েলি পুলিশ।
এর জেরে উত্তেজনা দেখা দেয় ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে। পরে তাদের বিক্ষোভের জেরে ইসরায়েলি পুলিশের কাছে ব্যারিকেড সরানোর নির্দেশ আসে।
সূত্র : ডয়চেভেলে