মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। ১৯ এপ্রিল ২০২১। ছবি: পলাশ খান
মোহাম্মদপুর থানায় গত বছর দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার সকাল ১১টার দিকে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করেন মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম।
রিমান্ড আবেদনের শুনানি শেষে মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।
তেজগাঁও বিভাগ পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল গতকাল বিকালে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে।
২০২০ সালের মার্চে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের কর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তাকে গ্রেপ্তারের পর ডিএমপির ডেপুটি কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন-অর-রশিদ বলেন, মামুনুল হক এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তারা প্রমাণ পেয়েছেন।
তিনি আরও বলেন, ‘এ ছাড়া পল্টন থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা সেগুলোর তথ্য নিচ্ছি, পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’