শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের উপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা; বহু হতাহত

/ ৪৮৩ পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মিডিয়া ডেস্ক : ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি অবস্থানে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, ইয়েমেনে সেনাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে আঘাত হেনেছে। সূত্রটি জানায়, সৌদি সমর্থিত বাহিনীর অনেক সেনা কমান্ডার এবং অফিসার সেখানে উপস্থিত ছিলের। হামলায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অনেকে হতাহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে, গতকাল দিনের প্রথম ভাগে সৌদি ভাড়াটে সন্ত্রাসীরা একটি হামলা চালালে তা প্রতিহত করে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। এ সময় সৌদি ভাড়াটে সন্ত্রাসী এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের বহুসংখ্যক গাড়ি ধ্বংস হয়েছে।

সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ