শিরোনাম
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন

ভ্যাকসিন স্বল্পতায় চরম স্বাস্থ্যঝুঁকিতে ফিলিস্তিনিরা

/ ৪১৫ পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মিডিয়া ডেস্ক : করোনার ভ্যাকসিন স্বল্পতায় ফিলিস্তিনিরা চরম স্বাস্থ্যঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজাবাসী প্রথম এ ভ্যাকসিন পান। গত ২ ফেব্রুয়ারি এখানকার স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকা দেওয়া শুরু হয়।খবর আনাদোলুর।

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরাইল তাদের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা মাত্র দুই হাজার ডোজ সরবরাহ করেছেন।

গাজায় নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আব্দুল আল নাসের সোবো বলেন, ইসরাইল থেকে পাওয়া দুই হাজার ডোজ থেকে আমরা গাজার স্বাস্থ্যকর্মীদের ৩০০-৫০০ ডোজ টিকা দিতে পারব।

অথচ ইসরাইল তার ৯০ লাখ মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষকে এ টিকা দিয়ে ফেলেছে।

দখলদার দেশটি বরাবরই ফিলিস্তিনে টিকা দেওয়ার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের বলে দাবি করে আসছে। অথচ ফিলিস্তিনে অন্য কোনো দেশ থেকে পাঠানো জরুরি পণ্য পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। সব কিছু তেলআবিবে পরীক্ষা করে তার পর ফিলিস্তিনে আনতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ