আওয়ার মিডিয়া : বাংলাদেশ সরকার ও তার দূর্নীতি-অনিয়ম নিয়ে করা আল জাজিরার প্রতিবেদনটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ইতিমধ্যে বিষয়টি জাতিসংঘ অবধি চলে গেছে।
তবে যা কিছু এখন পর্যন্ত ঘটছে, তারমধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়াগুলো এ বিষয়টির প্রতিবাদমূলক কোন নিউজ করা থেকে একেবারেই নিশ্চুপ হয়ে আছে। তারা এখনো পর্যন্ত তথ্যপূর্ণ ও বিশ্লেষণমূলক কোন রিপোর্ট এর বিপক্ষে তৈরি করতে পারে নি। স্রেফ ওমুক মন্ত্রী এই বলেছে, ওমুক সেটা বলছে—এগুলোই প্রচার করে যাচ্ছে।
প্রশ্নহলো কিন্তু কেন?? কেন এখনো পর্যন্ত বাংলাদেশের মিডিয়াগুলো এ বিষয়টি নিয়ে খোলাখুলি কোন আলোচনা -রিপোর্ট করে নি?? এই প্রশ্নটির উত্তর আল জাজিরার করা সেই প্রতিবেদনেই আছে। উত্তরটি সেখান থেকে কারো বুঝতে সমস্যা হলে গতকাল ভিপিনুরের লাইভটি দেখে নেবার অনুরোধ রইলো।
ভিপি নুরের লাইভের লিংক—https://fb.watch/3t0rCA6Gkz/
বিঃদ্রঃ —এরপরও যদি কেউ এর উত্তর খোঁজে না পান, তাহলে আমাদের এখানে কমেন্ট করুন। আমরা আপনার পাশে রয়েছি।