ইতিহাস। এটি একটি ছোট বা বড় ইতিহাস। যেটির সূচনা ঘটে এক আজব কাহিনীর রেশ ধরে।
ব্যাপারটা আসলেই ভাবার মত ছিল। এটিই হয়তো সভ্য পৃথিবীর অশুভ নীতি। সময় যখন ফুরিয়ে যায়, তখন আমাদের হুশ ফিরে। তখন আমরা বুঝি, কী হারালাম আর কী পেলাম!!
গল্পটার সূচনা আরেকদিন করবো,, আজ উপরোক্ত কথাটি যে প্রয়োগ করে ফেলেছে ইতোমধ্যে সিরিয়াসলি বা আন সিরিয়াসলি, সে এর মজা বুঝুক!! সে বুঝবে এসবের রহস্য কখনো যে কত কঠিন হয়ে দাঁড়ায়। বিস্তৃত- বিস্তীর্ণ পৃথিবীটা তখন তার জন্য সংকোচ হয়ে যায়!
কি, একবার প্রয়োগ করে দেখবেন কি?