শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন

আফগানিস্তানে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১০ অস্ট্রেলিয় সেনা বরখাস্ত

/ ৪৮৭ পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

মিডিয়া ডেস্ক : অস্ট্রেলিয়া নিজ দেশের ১০ সৈন্যকে করখাস্ত করেছে। আফগানিস্তানে বেসামরিক আফগান নাগরিকদের বিনা অপরাধে হত্যা করার  বিশ্বাসযোগ্য প্রমাণ সাপেক্ষে এই সৈন্যদের বরখাস্ত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর এসব সৈন্য নিযুক্ত ছিল।

গত সপ্তাহে একটি স্বাধীন তদন্ত সংস্থার প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, ৩৯ জন নিরস্ত্র বেসামরিক আফগান নাগরিককে হত্যা করেছে ১৯ জন অস্টেলিয় সেনা। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ১৯ সেনাদের মধ্যে কয়েকজন কর্মরত রয়েছেন এবং অনেকে অবসরে  চলে গিয়েছেন। তবে ওই প্রতিবেদনে কারও নাম প্রকাশ করা হয়নি। 
এদিকে, অস্টেলিয়ার পক্ষ থেকে অভিযুক্ত সেনাদের কয়েকজনকে বরখাস্ত করা বিষয়ে এখনও কোনো মন্তব্য কার হয়নি। তবে দেশটির শীর্ষস্থানীয় একজন প্রতিরক্ষা কর্মকর্তা প্রতিবেদনটি প্রকাশের পর  আফগানিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন। সূত্র: রয়টার্স।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ