শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪৯ অপরাহ্ন

হিমু……!!

/ ৭৭৩ পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০


সাঈদ আবরার

পৃথিবীর কোল জুড়ে সন্ধ্যা নেমেছে। অবারিত ঝরছে জোসনা। ভেজা ভেজা বাতাস।মুক্তিযুদ্ধ জাদুঘরের ছোট্ট লেকপাড়ের বেঞ্চের কোনায় বসে আছে হিমু। মিষ্টি বাতাস বইছে। রুপার চুলগুলো বারবার উড়ে এসে মুখে লাগছে। আহা কি মিষ্টি সুবাস সে চুলে! জুঁই চামেলিও যেন ছাই এর কাছে। চুপচাপ দুটি মানব বসে আছে। পাশাপাশি। কাছাকাছি। কথা নেই কারো মুখে। তবু কত ভাব যেন বিনিময় হচ্ছে দুজনার মাঝে! কি বলবে, কোন কথা দিয়ে শুরু করবে কিছুই মাথায় আসছে না হিমুর। রুপাও অপেক্ষায় ..। কিন্তু না ওকেই শুরু করতে হবে।
-আচ্ছা হিমু, তুমি আমাকেই কেন এত সংগ্রাম করে ভালোবাসলে ?
-কারণ তুমি রুপা।
আচ্ছা আমি রুপা হলেই আমাকে ভালবাসতে হবে এটা কেমন কথা!
-আমি জানিনা ওসব, হুমায়ূন আহমেদ স্যারকে জিগাও!
-ওকে, এখন বল, তুমি কি চাও?
-আমি চাই-এমন চাঁননি পসর রাইতে যেন আমাদের দুজনের মৃত্যু হয়….!

নির্বাহী সম্পাদক,স্বপ্ন কানন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ