আওয়ার মিডিয়া : রোববার গোটা বিশ্বে নতুন করে আরো ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
এর আগে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল গত শুক্রবার (১০ জুলাই)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে ওইদিন বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।
রেকর্ড সংক্রমণের দিনে শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া সর্বশেষ হিসাব অনুযায়ী গত ডিসেম্বরে চীনে প্রাদুর্ভাব ছড়ানো করোনাভাইরাস প্রায় এক কোটি ত্রিশ লাখ ২২ হাজার ২৮৭ জন মানুষের দেহে সংক্রমিত হয়েছে। আর এ ভাইরাসে সংক্রমণজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ লাখ ৭০ হাজার ৯৯৯ জন মানুষ।