শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

ইসরাইলের টিকে থাকার সক্ষমতা নেই: হিজবুল্লাহ উপপ্রধান

/ ৪২৬ পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, “এটা এখন প্রমাণিত সত্য যে, ইসরাইলের টিকে থাকার কোনো সক্ষমতা নেই বরং এর অস্তিত্ব মূলত এখন টিকে আছে আন্তর্জাতিক অবিচার এবং আমেরিকা ও পশ্চিমা কয়েকটি শক্তির সমর্থনের ওপর।”

শেখ নাঈম কাসেম গতকাল (শনিবার) এক ভার্চুয়াল ফোরামে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দির সেরা চুক্তি উপস্থাপন করেছেন তা নাকচ করে হিজবুল্লাহ নেতা বলেন, ট্রাম্পের এই পদক্ষেপের কারণে ফিলিস্তিনি জনগণ তাদের নিজেদের ভূমি পুনরুদ্ধার করতে বাধ্য হবে।

শেখ নাঈম কাসেম

শেখ নাঈম কাসেম বলেন, “ডোনাল্ড ট্রাম্পের কথিত এই শান্তি চুক্তি এ যাবতকালের সবচেয়ে ব্যর্থ একটি পরিকল্পনা, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আন্তর্জাতিক অবিচারের অংশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ফিলিস্তিনি জনগণ ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলবে এবং মার্কিন এই পরিকল্পনা ব্যর্থ হবে।”

হিজবুল্লাহর উপপ্রধান বলেন, ব্রিটিশ ব্যবস্থাপনায় ফিলিস্তিনি ভূমি দখল করার পর থেকেই ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্য গোলযোগ, সংঘর্ষ, আগ্রাসন এবং অপরাধযজ্ঞের মধ্যে রয়েছে। ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং শাহাদাতের কথাও উল্লেখ করেন হিজবুল্লাহ উপপ্রধান।

সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ