শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:০৮ অপরাহ্ন

শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই !

/ ৮০০ পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) আর নেই। সোমবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা নঈমীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।

গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৭ জুলাই) জোহর নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা নঈমীর মৃত্যুতে শোক বিবৃতিতে প্রখ্যাত আলেম ওলামারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার প্রসারে ও দীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ