মিডিয়া ডেস্ক : সবসময় উত্তেজনার রেশ থাকে জম্মু কাশ্মিরে। গেল কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পারদ তুঙ্গে। অনুপ্রবেশ ও ভারতীয় কার্যকালাপ রুখছে ভারতীয় সেনা। তবুও গোয়েন্দা রিপোর্টের দাবি কাশ্মিরে এখনো আত্মগোপন করে আছে বেশ কিছু জঙ্গি, সেই সাথে যুবসমাজের নিজের দলে টানতে চাইছে পাক মদদপুস্ট জঙ্গি গোষ্ঠী। এর জের ধরেই ২০০ যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অবাক করা বিষয় তাদের সবার পাকিস্তানের ভিসা রয়েছে।
গোয়েন্দা সূত্র বলছে, একাধিকবার পরিকল্পনা ব্যার্থ হলেও যুবসমাজকে বাগে আনতে মরিয়া হয়ে লেগেছে জঙ্গি গোষ্ঠী গুলো। সেই প্রেক্ষিতে ২০০ জনের নিখোঁজ হওয়া নতুন আশঙ্কার বার্তা তৈরি করেছে। গোয়েন্দাদের দাবি নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের ব্যবহার করে জম্মু কাশ্মিরে সন্ত্রাসবাদি কার্যকালাপ করতে চাচ্ছে জঙ্গিরা। এই ঘটনার জের ধরে এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে।