শিরোনাম
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ফের করোনার ভয়াবহতা ; একদিনেই ৩৮ হাজার করোনা রোগী

/ ৫৩৭ পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

মিডিয়া ডেস্ক : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৫ লাখ ২৫ হাজার সাতশ ৬৬ জন এবং মারা গেছে চার লাখ ৮৪ হাজার নয়শ ৭২ জন। তার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ লাখ ৬২ হাজার পাঁচশ ৫৪ জন এবং মারা গেছে এক লাখ ২৪ হাজার দু’শ ৮১ জন।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে সবার উপরে। এবার দেশটিকে করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে রেকর্ড সৃষ্টি হলো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮ হাজার একশ ১৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়। 

এর আগে, গত ২৫ এপ্রিল ৩৪ হাজার দু’শ তিন জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ছিল।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, দেশটিতে বর্তামানে করোনা রোগী রয়েছে ১২ লাখ ৯৭ হাজার ছয়শ ৬৮ জন এবং আক্রান্তের পর সেরে উঠেছে ১০ লাখ ৪০ হাজার ছয়শ পাঁচজন। গত ২৪ ঘণ্টায় আটশ আটজনের মৃত্যু হয়েছে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ