আওয়ার মিডিয়া : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৬২১ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৯৪৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,২৬,৬০৬ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬,৪৩৩টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৪৬২ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,২২,৬৬০ জন।
আর গতকাল আরও ৩৭ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৫৮২ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,০৩১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন।