আওয়ার মিডিয়া : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩,৪৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার ৫০ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩,৪১২ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,২২,৬০৭ জন। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে এই কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মোট ১৫৮২ জন মারা গেলেন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬,৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৬,২৯২টি। এখন পর্যন্ত মোট জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।