মিডিয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউস থেকে হঠাৎ করেই সাংবাদিকদের বের হয়ে যেতে বলেছেন। অত্যন্ত অস্বাভাবিক এই সিদ্ধান্তের ব্যাপারে অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানানো হয়নি।
এদিকে হোয়াইট হাউস সংলগ্ন লাফায়েট স্কয়ারে বিক্ষোভকারীরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের মূর্তি ভেঙে ফেলার চেষ্টা করছিল। অবশ্য বিক্ষোভকারীদের পিছু হঠতে বাধ্য করেছে পুলিশ।
প্রসঙ্গত, কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার জেরে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। গত মাসে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীদের ক্ষোভ দেখে ভয়ে হোয়াইট হাউসের ভেতরে একটি বাঙ্কারে লুকিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন ফার্সটলেডি মেলানিয়া ট্রাম্প এবং তাদের সন্তান ব্যারোন বাঙ্কারে লুকিয়েছিলেন।
সূত্র : ফক্স নিউজ, ওয়াশিংটন পোস্ট, নাইন নিউজ