আওয়ার মিডিয়া : দেশের নিম্ন আদালতে দায়িত্বরত ২৬ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী এবং নিম্ন আদালতের ৭১ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলে করোনায় আক্রান্ত বিচারক ও কর্মচারীর সংখ্যা ১২৩ জন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
দেশের অধস্তন আদালতের সকল বিচারক বা সহায়ক কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ১৪ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারাদেশে চিঠি দেওয়ার পর আজ সকাল পর্যন্ত এই তথ্য এসেছে সুপ্রিম কোর্টের কাছে।
ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় বিচারক ও কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এর আগে আইন মন্ত্রণালয়ের পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুন রাত পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।