মিডিয়া ডেস্ক : জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের দমন অভিযানে গিয়ে নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। তবে, পাল্টা দুই স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারতীয় জওয়ানরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীনগর থেকে ৪৩ কিলোমিটার দূরে, পুলওয়ামা জেলায়।
বান্দজু গ্রামে ভোরবেলায় স্বাধীনতাকামীদের দমন অভিযানে নামে পুলওয়ামা ডিস্ট্রিক্ট পুলিশ ও সিআরপিএফের ১৮২ ব্যাটালিয়নের জওয়ানরা। তল্লাশি অভিযান চলার সময় হঠাৎ করেই স্বাধীনতাকামীরা ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে। আহত হন এক সিআরপিএফ জওয়ান।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও পাল্টা গুলিতে দুই স্বাধীনতাকামীকে হত্যা করেছে ভারতীয় জওয়ানরা। তল্লাশি অভিযান এখনো চলছে।
প্রসঙ্গত, এ বছরে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুধু জুন মাসেই এখন পর্যন্ত ৩২ জনের বেশি স্বাধীনতাকামীকে হত্যা করা হয়েছে। আর এই ছয় মাসে সংখ্যাটা শতাধিক।
গত রবিবার শ্রীনগরের জাদিবাল সৌরা এলাকায় তিনজন স্বাধীনতাকামীকে একটি বাড়িতে ঘিরে ফেলেছিল ভারতীয় জওয়ানরা। দীর্ঘ সময় ধরে বন্দুকযুদ্ধের পর তিনজনকেই হত্যা করা হয়।
সূত্র : পালপাল ইন্ডিয়া