শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:২১ পূর্বাহ্ন

নাসিমকে নিয়ে কটূক্তি ; আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার!

/ ৫৭৮ পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আওয়ার মিডিয়া : সদ্যপ্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই শিক্ষক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান।

গতকাল বুধবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মতিহার থানার ডিউটি অফিসার (এএসআই) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ নাসিমকে নিয়ে লেখালেখির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে বুধবার রাতে মামলা করেন নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ