আওয়ার মিডিয়া : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) এ খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) করোনা শনাক্ত হয়েছে গণফোরামের এমপি মোকাব্বির খানের। এই দুই জনপ্রতিনিধিই সম্প্রতি সংসদে গিয়েছিলেন।
জানা গেছে, করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ১১ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ও ১৫ জুন সংসদের অধিবেশনে সম্পূরক বাজেট পাশের দিন অধিবেশনেও অংশ নিয়েছিলেন।
আর মোকাব্বির খান ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন অধিবেশন উপস্থিত ছিলেন।