আওয়ার মিডিয়া : গত ১৫ দিনে জাতীয় সংসদ সচিবালয়ের ৯১ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংসদ জুড়ে আতংক বিরাজ করছে। এই পরিস্থিতিতে সংসদের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, করোনাভাইরাস মহামারী চলাকালে সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আহুত সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।
এরপর ২ জুন থেকে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা শুরু হয়। ওই কার্যক্রম ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়
গত মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৯১ জনের করোনা পজিটিভ এসেছে। যাদের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে, তাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদের নিরাপত্তা দপ্তর থেকে তাদের সংসদে না যাওয়ার জন্য বলা হচ্ছে।