মিডিয়া ডেস্ক : তালেবান যোদ্ধারা বুধবার খুব ভোরে উত্তরাঞ্চলে একটি চেকপোস্টে অভিযান চালিয়েছে। একে আফগান নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে ।
গভর্নরের মুখপাত্র মারুফ আজর বলেছেন, জওজিয়ান প্রদেশে ওই হামলায় তালেবান মুজাহিদগণ ৪ নিরাপত্তা সদস্যকে আটক করে নিয়ে গেছে।
তিনি এএফপিকে বলেন, হামলায় সেনা সদস্যসহ ১২ নিরাপত্তা সদস্য নিহত এবং ৫ জন আহত হয়েছে। এ সময় ৪ জনকে তালেবানরা আটক করে নিয়ে গেছে।