মিডিয়া ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে করোনা ভাইরাসের পরিস্থতি অত্যন্ত ভয়াবহ রুপ ধারণ করেছে। নতুন করে বেইজিংয়ে আরও ২৭ জনের করোনা আক্রান্তের খবর পাওয় গেছে। এনিয়ে টানা পাঁচ দিনে আক্রান্তের সংখ্যা ১০৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন,চীনে করোনার নতুন পর্যায় শুরু হয়েছে। বেইজিং শহরের মুখপাত্র শিউ হেইজিয়ান এক সংবাদ সম্মেলনে সর্তক করে বলেছেন, রাজধানীতে মহামারির পরিস্থতি অত্যন্ত ভয়াবহ।
ধারণা করা হচ্ছে, নতুন করে করোনা সংক্রমণ শহরটির শিনফাদি পাইকারি খাবারের বাজার থেকে ছড়িয়েছে। এরইমধ্যে অই বাজারের ৮ হাজারের বেশি কর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে এবং তাদের আইসোলশনে রাখা হয়েছে।
পাশাপাশি প্রায় ৩০ টি কমিউনিটিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজধানীর সকল ধরণের ইনডোর স্পোর্টস এবং বিনোদন কেন্দ্র ও স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
চীনে নতুন সংক্রমণ শুরুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই সংক্রমণের বিষয়ে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত বলে মনে করছে তারা।