শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন

সংসদ সচিবালয়ের ৬৭ কর্মকর্তা-কর্মচারীর করোনা!

/ ৫৮৯ পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

গত ১০ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদ সচিবালয়ে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষায় ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী পজিটিভ শনাক্ত হন। অধিবেশন শুরু হওয়ার পর আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন।

ফলে সব মিলিয়ে  ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

নতুন করে কর্মীদের মাঝে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সংসদের বাজেট অধিবেশন নিয়ে উদ্বেগ বাড়ছে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, প্রতিনিয়তই সংসদ কর্মীদের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গতকাল রবিবারও নতুন করে চারজন আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারি নেতা আতর আলী প্রমুখ।

তবে জানা গেছে, আক্রান্ত কারো অবস্থা গুরুতর নয়। তারা সুস্থ আছেন। চিকিৎসকরা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। প্রতি দুই-একদিন পর পর সংসদ সচিবালয়ে করোনা টেস্ট করা হচ্ছে। আক্রান্তরা প্রত্যেকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ