আওয়ার মিডিয়া : দ্রুত ঢাকা শহরকে কড়াকড়িভাবে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর আজ রবিবার (১৪ জুন) শুনানি সম্পন্ন হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আগামীকাল সোমবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
এদিকে শুনানিতে রাস্তাঘাটে, হাটবাজারে জনসমাগম দেখে আদালত বিস্ময় প্রকাশ করেছেন। আদালত বলেছেন, হাট-বাজারে যেভাবে লোক সমাগম দেখা যাচ্ছে, তাতে তো মনে হয় না যে দেশে মহামারি আছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত ১১ জুন এ রিট আবেদন দাখিল করেন। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।