শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন

এক সপ্তাহে তালেবান মুজাহিদদের ২২২ অভিযান , হতাহত ৪০০ আফগান সেনা!

/ ৫৭৭ পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

মিডিয়া ডেস্ক : তালেবান হামলায় গত এক সপ্তাহ রীতিমতো বিপর্যস্ত আফগানিস্তান। এই সময়ে আফগান বাহিনীর ওপর অন্তত ২২২টি হামলা চালিয়েছে ইসলামি সশস্ত্র গোষ্ঠীটি।

আলজাজিরা জানায়, রবিবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এমনটি দাবি করে।  

শান্তি আলোচনার জন্য প্রচেষ্টার মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে এমনটিই অভিযোগ আফগান সরকারের।

ঈদ উপলক্ষে তিনদিনের যুদ্ধ বিরতি ঘোষণা করলেও এরপর আরও বেশি হামলা চালিয়েছে তালেবানরা।  
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, গত এক সপ্তাহে আফগান নিরাপত্তা বাহিনীর উপরে অন্তত ২২২টি হামলা চালিয়েছে তালেবানরা। । এতে আফগান বাহিনীর অন্তত ২২২ জন আহত ও নিহত হয়েছেন।

ধর্মীয় ব্যক্তিদের ওপরও হামলা চালানোর জন্য তালেবানকে দায়ী করেন তারিক আরিয়ান। আফগান সরকারকে মানসিকভাবে চাপে রাখতে ধর্মীয় স্থান ও ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে গোষ্ঠীটি।

তিনি দাবি করেন, এই মাসে কাবুলে মসজিদে দুই ধর্মীয় ব্যক্তিত্বকে হত্যা তালেবানেরই কাজ।

গত শুক্রবার কাবুলে এক মসজিদে হামলায় ইমামসহ চার মুসল্লি নিহত হন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর এক সপ্তাহে আগে এক হামলায় হত্যা করা হয় সুপরিচিত এক ধর্মীয় পন্ডিতকে। ওই ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস। এ দুই ঘটনারই নিন্দা জানিয়েছে তালেবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ