বাগদাদ বিমানবন্দর
মিডিয়া ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গতরাতে বিমানবন্দরের দক্ষিণ এলাকা থেকে রকেটটি ছোড়া হয় এবং তা বিমানবন্দরের কাছে গিয়ে পড়ে।
তবে রকেটের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায় নি। এছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।
এদিকে, রাজধানী বাগদাদের উত্তরে একটি সামরিক ঘাঁটির কাছে মার্কিন বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায়ও কেউ মারা যায় নি।
বিদেশি বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তাজি সামরিক ঘাঁটি কাছে সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় চারজন সার্ভিস ম্যান আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পাইলট রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল কাজ শুরু করেছে।
গত মার্চ মাসে তাজি ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার দুই সেনা ও ব্রিটেনের এক সেনা নিহত হয়েছিল।
সূত্র : পার্সটুডে