করোনাভাইরাস সংক্রমণের ওপর ভিত্তি করে সারাদেশকে রেড, ইয়ালো ও গ্রিন এই তিন জোনে ভাগ করা হবে। রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকাকে রেড জোন চিহ্নিত করে লকডাউন করা হবে।
রাজধানীর ২৩টি এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। শীর্ষে আছে মিরপুর। মিরপুরে এখন পর্যন্ত ৯৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরেই আছে মহাখালী। মহাখালীতে ৪৫৭ করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়াও তালিকায় আছে- উত্তরা (৪৩৩), মুগদা (৪২৮), মোহাম্মদপুর (৩৯৪), যাত্রাবাড়ী (৩৮৭ জন), কাকরাইল (৩০০ জন), ধানমন্ডি (২৯৪ জন), মগবাজার (২৫৫ জন), তেজগাঁও (২৫১ জন), রাজারবাগ (২২১ জন), খিলগাঁও (২১৯ জন), লালবাগ (২০৬ জন), রামপুরা (১৯৭ জন), বাড্ডা (১৯৫ জন), মালিবাগ (১৬৪ জন), গুলশান (১৬৩ জন), বাবুবাজার (১৬২ জন), গেন্ডারিয়া (১৪২ জন), ওয়ারী (১২৪ জন), বাসাবো (১২২ জন), বংশাল (১০৯ জন) এবং আগারগাঁও (১০৮ জন)।