লিবিয়ায় সংঘর্ষ (ছবি- সংগৃহীত)
মিডিয়া ডেস্ক : লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী ত্রিপোলি বিমানবন্দরের আশপাশে যে অবস্থান নিয়েছে তার ওপর গোলাবর্ষণ করেছে দেশটির সরকারি সেনারা।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুযায়ী, লিবিয়ার সেনারা অপারেশন ‘ভলকানো অফ রেইজ’ নামে অভিযান চালায় এবং ত্রিপোলি বিমানবন্দরের দক্ষিণাংশে ব্যাপক গোলাবর্ষণ করে।
এ অভিযানে হাফতার বাহিনীর তিনটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। অন্য এক খবরে বলা হয়েছে- লিবিয়ার সেনাদের অভিযানে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়। লিবিয়ার সরকারি সেনাদের ছোড়া কয়েকটি গোলা ত্রিপোলির একটি পার্কে আঘাত হানলে এসব মানুষ হতাহত হয়।
চলতি মাসের প্রথম দিকে হাফতার বাহিনীর গেরিলাদেরকে রাজধানী ত্রিপোলির আশপাশ থেকে হটিয়ে দিলেও তারা নতুন করে অবস্থান শক্ত করেছে। ফলে রাজধানীর বেসামরিক নাগরিকরা আবারো এক রকমের বিপদের মুখে পড়েছে। যেকোনো সময় দুপক্ষের মধ্যে বড় রকমের সংঘর্ষ হতে পারে।
সূত্র : পার্সটুডে