আওয়ার মিডিয়া : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়াস উদ্দিন নামে আওয়ামীলীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গিয়াস উদ্দিন ফতুল্লার কুতুবআইল এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সাংবাদিকদের জানান, করোনা পজিটিভ ফলাফল আসার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়- গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকও করেছিলেন। এছাড়া আগে থেকেই তিনি শ্বাস কষ্টে ভুগছিলেন।
স্থানীয়ভাবে গিয়াস উদ্দিনের মরদেহ দাফন করা হবে। হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন বলেও জানান ইউএনও নাহিদা বারিক।