প্রায় আড়াই মাস পর আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে লাইট চলাচল শুরু হবে। তবে সীমিত পরিসরে ঢাকা থেকে তিনটি রুটে চলবে। এগুলো হলো চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর।
আজ বৃহস্পতিবার একথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো মফিদুর রহমান।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এ তিনটি রুটে সর্বোচ্চ প্রতিদিন ১৪টির মত ফ্লাইট চলবে। বাকি চারটি বিমানবন্দর যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশালে স্বাস্থ্যকর্মী এবং আনুষঙ্গিক সরঞ্জাম যুক্ত করা হবে। এরপর পর্যাক্রমে এসব রুটেও ফ্লাইট চালু করবে। তবে এক ঘণ্টা বিরতি দিয়ে একটি ফ্লাইট নির্দিষ্ট গন্তব্যে যাবে।
জানা গেছে, প্রতিটি ফ্লাইটে ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। এ ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করা হবে কিনা, জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, কম যাত্রী নিয়ে ফ্লাইট চলাচল করবে। তবে ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।