মিডিয়া ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে এ মহড়ার দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়- ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য প্রস্তুতি জোরদার করার জন্য হিজবুল্লার একটি স্পেশাল ইউনিট কঠিন মহড়া চালাচ্ছে।
২০ বছর আগেই ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার বার্ষিক উপলক্ষে এই সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রতি বছর ২৫ মার্চকে লেবানন প্রতিরোধ এবং স্বাধীনতা দিবস হিসেবে পালন করে।
হিজবুল্লাহর একের পর এক হামলার মুখে ইহুদিবাদী ইসরাইল ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং ইজরাইলের কবল থেকে মুক্ত হয় দক্ষিণ লেবানন।
সূত্র : পার্সটুডে/এসআইবি